মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন
খালিদ হাসান,নলছিটি প্রতিনিধিঃ নলছিটিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা ও অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পন্য বিক্রির দায়ে দুটি দোকান মালিককে মোট ১০,২০০/- টাকা জরিমানা করা হয়েছে। এসময় দোকান মালিকদের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ২৩ এপ্রিল বৃহস্পতিবার শহরের স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের সাথে আরও ছিলেন নলছিটি পুলিশ ফাড়িতে কর্মরত এসআই সোলায়মান হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের নাজির নাজিম উদ্দীন খান।
এসময় উপজেলা নির্বাহী অফিসার অহেতুক ঘোরাঘুরি করার জন্য বেশ কয়েকজনকে মৌখিকভাবে সতর্ক করে দেন।
উল্লেখ্য করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য সারা দেশজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের উপর সরকারি বিধিনিষেধসহ জনসাধারনের অবাধ চলাচলের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে।
Leave a Reply