মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন
খালিদ হাসান,নলছিটি॥ সারাবিশ্ব যখন মহামারী করোনা ভাইরাসের আতংকে চিন্তিত,সরকার যেখানে এই মহামারী থেকে দেশের জনগনকে বাচাঁনোর জন্য নানা রকম পরিকল্পনা করে সবাইকে ঘরে থাকার আহবান করছে সেখানে নলছিটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন সরেজমিনে ঘুরে দেখা গেল ভিন্ন চিত্র।
ঠিক তেমনই নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের হদুয়া বাজারের চিত্রে দেখা যায় সাপ্তাহে মঙ্গলবার এবং শুক্রবার সাপ্তাহিক হাট বসলে এখানে লোক সমাগম এতোটাই যে কোন সময়ের ঈদুল আযাহা অথবা ঈদুল ফিতরের চাঁদের হাটকেও হার মানায়। গত ৪ঠা এপ্রিল মোবাইল কোর্টের অভিযানে জরিমানা আদায় করা স্বত্বেও কোন চিন্তা নেই ঘরে থাকার মানুষের মাঝে।
এছাড়াও সকাল, বিকেল হোক বা সন্ধ্যা লোকের আনাঘোনার কোনই কমতি নেই।বাজার থেকে দুই কিলোমিটার দুরে মোল্লারহাট পুলিশ তদন্তকেন্দ্রের অবস্থান থাকলেও প্রশাসনের ভুমিকা খুবই কষ্টদায়ক। বিপরীত ভুমিকায় ইউপি চেয়ারম্যান মো:কবির হোসেন। বাস্তবচিত্রে দেখা গেছে চেয়ারম্যান এবং তার চৌকিদার দফাদার নিয়ে প্রতিদিনই জনগনকে বিভিন্নভাবে বুজানো ও সচেতন করলেও কোনক্রমেই মানছে না তাদের কারও কোন কথা।তাদের চেষ্টায় দিনের কিছুটা সময় জনহীন বাজার থাকলেও দিনের বেশির সময় পন্য কেনা বেচা এবং আড্ডার মিলনমেলায় পরিনত হয়েছে।
এ ব্যাপারে সচেতন নাগরিকদের মতামত জানতে চাইলে তারা বলেন,প্রশাসন কঠিন না থাকায় আজকে দেশের এ অবস্থায় বাজারে,রাস্তায় এতো মানুষ,প্রশাসনের ভুমিকা যদি একটু কঠোর হতো তাহলে হয়তো আমরা মহামারি করোনার হাত থেকে বাচতে পারতাম। তাই এখন সবার মনে একটাই প্রশ্ন গ্রামের হাটবাজার,রাস্তায় এ রকম অবস্থা থাকলে সরকার কখনো পারবে কি করোনা মুক্ত করতে?
Leave a Reply