সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান উঠান বৈঠকসহ গণসংযোগে ব্যস্ত সময় পার করছে।
বুধবার সন্ধ্যায় পৌরসভার ১নং ওয়ার্ডের মধ্য মালিপুর এলাকায় উঠান বৈঠক করেন তিনি।
সাবেক ওয়ার্ড কাউন্সিলর গাজী মঞ্জরুল আলমের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, মেয়র প্রার্থী আব্দুল ওয়াহেদ খান, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. মো. ইউনুস লস্কর, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খসরু নোমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মোহাম্মদ হোসেন আকন খোকন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু জনার্ধন দাস, উপজেলা যুবলীগের আহ্বায়ক দুলাল শরীফ, স্থানীয় কাউন্সিলর প্রার্থী মো. পলাশ তালুকদার, মো. হুমায়ুন কবির প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা নিখিল চন্দ্র মণ্ডল, যুবলীগ নেতা মো. মহিউদ্দিন আহম্মেদ, মো. মামুন তালুকদার, মো. শহিদ গাজী, লুৎফর রহমান শাহিন, প্রান্তিক দাস পুটু, শফিকুল ইসলাম ইলিয়াস, আনোয়ার হোসেন, আব্দুল হালিম, মো. জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক রহমান সরদার, সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি পারভেজ হোসেন হান্নান, সাধারণ সম্পাদক হৃদয় হোসেন রিপন প্রমুখ।
উঠান বৈঠকটি সঞ্চালনা করেন যুবলীগ নেতা আবুল কাশেম বাবলু। উঠান বৈঠকে বক্তারা বলেন, আওয়ামী লীগ মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। দেশ ও দেশের মানুষের উন্নত জীবন-যাপনে কাজ করছে। পদ্মা সেতু, পায়রা বন্দর, কুয়াকাটা পর্যটন নগরীসহ দেশের দক্ষিণাঞ্চলের অভাবনীয় উন্নয়ন করেছে। তাই ভোটের অধিকার একমাত্র আওয়ামী লীগেরই রয়েছে।
মেয়র প্রার্থী আব্দুল ওয়াহেদ খান বলেন, সবাই মিলে ভোটকেন্দ্রে যাবেন। আনন্দ উৎসবের মধ্যে ভোট দিবেন। নির্বাচিত হলে উন্নয়নের পাশাপাশি নলছিটি পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপ দিতে পারবো।
Leave a Reply