মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন
নলছিটি প্রতিনিধি।।নলছিটিতে অগ্নিকাণ্ডে একটি বসত ঘর সম্পূন পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ১লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ২১ এপ্রিল মঙ্গলবার নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের ডহরা গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।
সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ডহরা গ্রামের ভ্যান গাড়ি চালক মোঃ আলতাফ হোসেনের বসত ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এ সময় তার বসত ঘরটি তালাবদ্ধ ছিল। প্রতিবেশীরা ওই ঘরের ভিতর আগুনের লেলিহান শিখার দেখতে পেয়ে ডাক চিৎকার করলে এলাকার শতাধিক মানুষ প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভ্যান চালক হতদরিদ্র আলতাফ হোসেন ও তার পাঁচ সদস্যের পরিবারটি কান্নায় ভেঙে পড়েন।
অসহায় পরিবারটির জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ জানিয়েছে স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ। জেলা প্রশাসক ঝালকাঠি,উপজেলা নির্বাহী অফিসার নলছিটি,কুশঙ্গল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ সামর্থবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply