শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ আগামী ২০ নভেম্বর (বুধবার) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোনো ধরনের অনুষ্ঠান বা কর্মসূচি পালিত হবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। সোমবার (১১ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের সতর্ক করে দেওয়া হয়েছে এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে যে, জন্মদিন উপলক্ষে কোনো অনুষ্ঠান বা কর্মসূচি আয়োজন করা যাবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আগামী ২০ নভেম্বর ২০২৪, বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের জন্মদিন। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ইউনিটের নেতাকর্মীদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে, ওই দিন তারেক রহমানের জন্মদিন নিয়ে কোনো অনুষ্ঠান পালিত হবে না। এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বিএনপির পক্ষ থেকে এ সিদ্ধান্তটি মূলত দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সরকারের প্রতি কোনো রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি এড়ানোর জন্য নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, একদিকে তারেক রহমানের জন্মদিন পালনের ক্ষেত্রে কোনো অনুষ্ঠান না করার সিদ্ধান্তের মাধ্যমে দলটি নিজেদের রাজনৈতিক অবস্থান আরও শক্ত করতে চায়, অন্যদিকে সরকার বিরোধী আন্দোলন বা প্রতিবাদে উত্তেজনা না বাড়াতে চায়।
এছাড়া, বিএনপির শীর্ষ নেতৃত্বের এই নির্দেশের ফলে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা যেহেতু এর আগে জন্মদিন উপলক্ষে নানা অনুষ্ঠান ও সভা-সমাবেশ আয়োজন করতেন, সেহেতু এ নির্দেশনা দলের শৃঙ্খলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। অনেক নেতাকর্মী এখনো আশঙ্কা করছেন, যদি তারা এই নির্দেশনা অমান্য করেন, তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে শাস্তি পেতে পারেন।
এদিকে, জন্মদিন উপলক্ষে কোনো ধরনের আনুষ্ঠানিক আয়োজন না করার সিদ্ধান্ত জানানো হলেও বিএনপির মধ্যে একটি ধারা রয়েছে যারা মনে করেন, এই দিনটি দলের জন্য একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্ত এবং এটি যথাযথ মর্যাদায় উদযাপন করা উচিত। তবে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশের কারণে এই বিষয়টি এখন থেমে যাবে বলে ধারণা করা হচ্ছে।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তারেক রহমানের জন্মদিনে না হওয়ার প্রক্রিয়া নিয়ে নেতাকর্মীরা যাতে বিভ্রান্ত না হন, তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।
Leave a Reply