মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি॥ কিট সংকটের কারণে তিন দিন করোনাভাইরাসের নমুনা সংগ্রহ কার্যক্রম বন্ধ থাকার পর ঝালকাঠি সদর হাসপাতালে ১১০০ কিট দিয়েছেন ব্যবসায়ী ও যুবলীগনেতা ছবির হোসেন।
সোমবার (২৯ জুন) সকালে জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবুয়াল হাসানের কাছে তিনি কিটগুলো হস্তান্তর করেন। কিট পাওয়ার পর সদর হাসপাতালে নমুনা সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন জানান, কিট সংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর তারা স্থানীয়ভাবে সংগ্রহ করার কথা বলেন। বিষয়টি জানতে পেরে ঝালকাঠি পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী ছবির হোসেন কিট কিনে সদর হাসপাতালে দিয়েছেন।
ছবির হোসেন জানান, তিন দিন ধরে নমুনা সংগ্রহ বন্ধ থাকার বিষয়টি তার কাছে কষ্টের। তাই বাইরে থেকে কিট কিনে এনে হাসপাতালে দিয়েছেন।
Leave a Reply