শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৬:২০ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় অবস্থিত বিআরটিএ কার্যালয়ে হঠাৎ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ মে) দুপুরে পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ হোসেনের নেতৃত্বে ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিআরটিএ অফিসের আশপাশে অবস্থানকারী দালালচক্র দ্রুত স্থান ত্যাগ করে। দীর্ঘদিন ধরেই ঘুষ, দালালি এবং জনসেবা ব্যাহত হওয়ার অভিযোগ নিয়ে তোলপাড় চলছিল এলাকাবাসীর মধ্যে। অবশেষে দুদকের সরাসরি হস্তক্ষেপে বিষয়টি প্রশাসনিকভাবে গুরুত্ব পেল।
অভিযানকালে দুদক কর্মকর্তারা বিভিন্ন ফাইলপত্র ও আবেদনপত্র তল্লাশি করেন। তারা জানতে পারেন, ড্রাইভিং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সময়ক্ষেপণ করা হয় এবং এর বিপরীতে ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। এসব অনিয়ম প্রতিরোধে দুদক তিন দিনের আল্টিমেটাম দিয়েছে—এই সময়ের মধ্যে কোনো ধরনের ঘুষ ছাড়া আবেদনকারীদের প্রস্তুতকৃত ড্রাইভিং লাইসেন্স সরবরাহ করতে হবে।
দুদক হুঁশিয়ার করে বলেছে, নির্ধারিত সময়সীমার মধ্যে এসব অনিয়মের প্রতিকার না হলে বিআরটিএ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে সকল কর্মকর্তাকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করা হয়।
অভিযান চলাকালে বিআরটিএ ঝালকাঠি কার্যালয়ের সহকারী পরিচালক এসএম মাহফুজুর রহমান অনুপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের জানান, পিরোজপুরে দায়িত্ব পালনের কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।
অভিযান শেষে সাংবাদিকদের উদ্দেশে দুদকের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন বলেন, “অভিযানে কিছু অসংগতি ধরা পড়েছে। আমরা তিন দিনের মধ্যে সেগুলোর সমাধান করতে নির্দেশ দিয়েছি। ঘুষ, হয়রানি বা বিলম্ব কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”
স্থানীয়দের আশা, এই অভিযান নিয়মিত হলে দালালচক্র ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। সেইসাথে নাগরিকরা দ্রুত ও সুষ্ঠুভাবে সেবা গ্রহণ করতে পারবেন।
Leave a Reply