বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নে ঈদুল ফিতরের ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, যে চাল প্রতি পরিবারের জন্য ১০ কেজি বরাদ্দ ছিল, সেই চালের পরিমাণ কম দেয়া হয়েছে। কয়েকজন পেয়েছেন ৮ বা ৯ কেজি, যা তাদের দাবি অনুযায়ী অস্বাভাবিক। অভিযোগকারীদের মতে, এই বিতরণে স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বও দেখা গেছে।
প্রতিবাদী এলাকাবাসী জানায়, ২৪ মার্চ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হেলালউদ্দিন বলেন, “রোজার মধ্যে দীর্ঘ সময় রোদের মধ্যে দাঁড়িয়ে চাল নিয়েছিলাম। কিন্তু বাড়িতে গিয়ে দেখলাম, মাত্র ৮ কেজি ৬২৪ গ্রাম চাল পেয়েছি, অথচ আমাদের প্রত্যাশা ছিল ১০ কেজি।” এর ফলে অনেকেই ক্ষুব্ধ হয়ে উঠেছেন।
তবে, কেওড়া ইউনিয়নের সচিব হেমায়েত উদ্দিন হিমু এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, এবছর ইউনিয়নে মোট ৬৭৬টি পরিবারকে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে এবং প্রত্যেক পরিবার ১০ কেজি করে চাল পেয়েছে। তার দাবি, বিতরণ কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হয়েছে এবং কোনও অনিয়ম ঘটেনি। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতেই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
এ বিষয়ে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন জানিয়েছেন, তিনি মৌখিকভাবে অভিযোগের কথা শুনেছেন। তবে, তার মতে ভিজিএফ চাল বিতরণে কোনো অনিয়ম হওয়ার কথা নয়। তিনি আরও বলেন, লিখিত অভিযোগ পেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এই ঘটনার পর এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, তারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে।
Leave a Reply