বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪২ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে জয়িতা’দের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে এ উপলক্ষ্যে র্যালি ও উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে আয়শা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ। অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোজাম্মেল, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন, নারী নেত্রী প্রধান শিক্ষিকা কবি মাহমুদা খানম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন আবৃতি শিক্ষক জাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবছর উপজেলায় দুজন ক্যাটাগরী জয়িতা নারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তারা হলেন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মোসাম্মৎ জোহরা বেগম পিপি। সফল জননী খালেদা বেগম।
Leave a Reply