সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি॥ বেসরকারি চাকুরিজীবিদের ছুটি শেষ হওয়ায় ঢাকার কর্মস্থলে যেতে ঝালকাঠির বাসষ্টান্ড গুলোতে লোকসমাগম ও ভীড়ে সামাজিক দুরত্ব মানা হচ্ছে না, এতে স্বাস্থ্য ঝুকি দেখা দিয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কোন তৎপরতা বা উপস্থিতি লক্ষ করা যায়নি।
আজ শনিবার সকাল থেকে কর্মস্থলে যোগদিতে ঘরে থাকার নিয়মন না মেনে এবং সামাজিক দুরত্ব বজায় না রেখেই পেটের তাগিদে ঢাকামুখী এসব মানুষ ছুটছে মোটর সাইকেল, টেম্পো, মাহিন্দ্রসহ নানা ছোট যানবাহন।
এতে করে নানা শ্রেণি পেশার মানুষ চরম স্বাস্থ্য ঝুকিতে রয়েছে। ভেস্তে যাচ্ছে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ। আর এসব জটলার কারণে ঝালকাঠি জেলার বিভিন্ন স্থানের হাট বাজার ও গাড়ির স্টান্ডে প্রচুর লোক সমাগম থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর কোন তৎপরতা বা উপস্থিতি লক্ষ করা যায়নি।
জেলা প্রশাসক জোহর আলী মুঠোফোনে জানান, ঘর থেকে কেহ জরুরি প্রয়োজন চাড়া বের হলে তার বিরুদ্ধে প্রয়োজনী আইন পদক্ষেপ নেয়া হবে।
Leave a Reply