সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠি সদর পুলিশ ফাঁড়ির সামনের ভবনের ছাদ থেকে বুধবার দুপুরে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ব্যবসায়ী নুর হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে ছাদে তাল পড়ার মতো শব্দ হয়। ওই ভবনের নিচে কর্মরত শ্রমিকরাও শব্দ পেয়ে কিছুক্ষণ পরে ছাদে গিয়ে মধ্য বয়সী এক নারীর মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, চট্টগ্রামে কাস্টমসে কর্মরত আ. জলিল তালুকদারের ভবনের ছাদে শব্দ পাওয়ার কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছে। পশ্চিম পাশে বেলায়েত মুন্সির ৫ তলার ভবন, দক্ষিণ পাশে শাহজাহান হাওলাদারের ভবন এবং পূর্ব পাশে শহিদুল ইসলামের ভবন।
ধারণা করা হচ্ছে ওই নারীকে হত্যা করে পশ্চিম পাশের ভবনের ছাদ থেকে আ. জলিল তালুকদারের ভবনের ছাদে ফেলে দেয়া হয়েছে। পরে মরদেহ টেনে ছাদের মধ্যবর্তী স্থানে সরিয়ে রাখা হয়েছে। মরদেহের উভয় পায়ের গোড়ালি ফাটা এবং তা থেকে রক্তপাত হয়নি।
ঝালকাঠি সদর থানার ওসি মো. খলিলুর রহমান জানান, ঝালকাঠি সদর পুলিশ ফাঁড়ির সামনে থেকে এক মধ্য বয়সী নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নারীর মৃত্যু রহস্যজনক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, পশ্চিম পাশের ভবনের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বোরকা এবং একটি পার্স ব্যাগ উদ্ধার করা হয়েছে। সেই ব্যাগে রাখা জাতীয় পরিচয়পত্রের নতুন ফটোকপি পাওয়া গেছে। সেখানে ওই নারীর পরিচয়পত্র কি না তা নিশ্চিত হতে না পারলেও এক নারীর পচিয়পত্র রয়েছে। যাতে লেখা রয়েছে সদর উপজেলার দক্ষিণ পিপলিতা গ্রামের জালাল আহমেদ’র মেয়ে শাহানাজ আক্তার এবং জন্ম তারিখ ১৯৭৭ সালের ১ ফেব্রুয়ারি। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply