সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠি শহরের বড় বাজারে অভিযান চালিয়ে দেড়মণ জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাছান ও উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা তাসলিমা এ অভিযান পরিচালনা করেন।
এ সময় জাটকা ইলিশ ধরা ও বাজারজাত করার অপরাধে রাজু বেপারি (৩০) নামে এক মাছ বিক্রেতাকে দুই হাজার টাকা ও সরকারি কাজে বাধা দেওয়ায় রনি বেপারি নামে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এনডিসি আহমেদ হাছান জানান, কিছু অসাধু ব্যবসায়ী জাটকা ইলিশ বিক্রির উদ্দেশ্যে বাজারে এনেছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেড়মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। আটক জাটকা এতিমখানায় বিতরণ কার হয়।
অভিযানে বরিশাল মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মান্নান আকন উপস্থিত ছিলেন।
Leave a Reply