মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবিলায় ২৭৪ সাইক্লোন শেল্টার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মো. জোহর আলী। মঙ্গলবার (১৯ মে) দুপুরে ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবিলায় জেলা প্রশাসনের এই আগাম প্রস্তুতির কথা তিনি জানান।
ডিসি মো. জোহর আলী জানান, করোনা দুর্যোগের মধ্যে ঘূর্ণিঝড় আম্ফান নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন উপকূলীয় জেলা ঝালকাঠির বাসিন্দারা। এজন্য সুগন্ধা ও বিষখালী নদীবেষ্টিত এ জেলায় ঘূর্ণিঝড় মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
ইতোমধ্যে জেলায় ২৭৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। সুগন্ধা ও বিষখালী নদী তীরের মানুষকে আবহাওয়ার সংকেত অনুযায়ী নিরাপদে সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়ার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। এজন্য ঘূর্ণিঝড় আঘাতহানার আগেই সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া, দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত খাদ্যসামগ্রী মজুদ রাখা হয়েছে। প্রস্তুত রয়েছে মেডিক্যাল টিম ও স্বেচ্ছাসেবক দল।
বর্তমানে করোনা পরিস্থিতিতে ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে। প্রয়োজনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সহায়তা কার্যক্রম আরো বাড়ানো হবে।
Leave a Reply