শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চট্টগ্রামে বেসরকারি উদ্যোগে করোনা আইসোলেশন সেন্টার উদ্বোধন করায় উদ্যোক্তাদের ওপর ক্ষেপেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে হত্যার হুমকি দেয়ারও অভিযোগ উঠেছে ডা. ফয়সাল ইকবালের বিরুদ্ধে। আইসোলেশন সেন্টারের উদ্যোক্তা সাজ্জাদ হোসেনের মোবাইল ফোনে এ হুমকি দেয়া হয়।
সাজ্জাদ হোসেন বলেন, সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখি ডা. ফয়সাল ইকবাল চৌধুরীর ‘মিসড কল’। সকাল সাড়ে ১০টার দিকে আমি তাকে (ফয়সাল ইকবাল) কল ব্যাক করি।
ফোন রিসিভ করে তিনি (ডা. ফয়সাল) আমাদের গড়ে তোলা আইসোলেশন সেন্টার, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি ও একজন স্বনামধন্য চিকিৎসককে নিয়ে কটূক্তি করেন।
কথোপকথনের একপর্যায়ে ডা. ফয়সাল ইকবাল বলেন, ‘রইন্যার (নুরুল আজিম রনি) মতো চোর-ডাকাইতের সঙ্গে কী? দেশ একটু সুস্থ হোক। ওর লাশ দেখা যাবে। ওর লাশ যদি না ফেলি আমার নাম ফয়সাল ইকবাল না। তাদের কথোপকথনের ১ মিনিট ১৯ সেকেন্ডের অডিও রেকর্ড হাতে এসেছে। অডিও রেকর্ডে যা আছে:
ডা. ফয়সল : ডাক্তার নাই কিছু নাই। ওখানে ভংচং করার দরকারটা কী?
সাজ্জাদ : ডাক্তার নাই আপনাকে কে বলল? আচ্ছা ঠিক আছে।
ডা. ফয়সাল : রোগীর যেটার অভাব, আইসিইউ, ন্যাজাল ক্যানোলা, ওখানে কী আছে? সেখানে সেন্ট্রাল অক্সিজেন লাইন আছে? নাকি আর কী আছে? মানুষ শোয়াই রাখার জন্য, মানুষ শোয়াই রাখার জন্য কি এটা দরকার। মেয়রেরটাই যথেষ্ট। ওখানে ডাক্তারও আছে। আর ওখানে দুনিয়ার চোর-ডাকাত সবগুলারে নিছো, ওখানে আমরা যাব না?
সাজ্জাদ : আচ্ছা ঠিক আছে।
ডা. ফয়সাল : রইন্যার (রনি) মতো চোর-ডাকাইতরে নিয়ে তুমি ইয়া কর। ওখানে আবার তোমরা পিকনিক পার্টি দাও। মানুষের টাকা চাঁদা তুলে।
সাজ্জাদ : পিকনিক পার্টি করি মানে?
ডা. ফয়সাল : ভালো ভালো মানুষ বের হয়ে যাচ্ছে কেন ওখান থেকে।
সাজ্জাদ : কে বের হয়ে গেছে?
ডা. ফয়সাল : মেয়ে একটা বের হয়ে গেছে।
সাজ্জাদ : মেয়েটা তো পাগল!
ডা. ফয়সাল : ওরা কোনো পাগল না। ওরা প্রথম থেকে বের হয়েছে। যাইহোক, এসব বলে লাভ নেই। একটু থেমে ডা. ফয়সাল বলে ওঠেন, ‘চোর-ডাকাইতের সঙ্গে থেকে লাভ নেই। রইন্যার (নুরুল আজিম রনি) মতো চোর-ডাকাইতের সঙ্গে কী? দেশ একটু সুস্থ হোক। ওর লাশ দেখা যাবে। ওর লাশ যদি না ফেলি আমার নাম ফয়সাল ইকবাল না।
নুরুল আজিম রনি বলেন, আমি জনগণের পক্ষের রাজনীতি করি। সরকার চট্টগ্রামের ১২টি বেসরকারি হাসপাতাল চিকিৎসাসেবা দেয়ার জন্য নির্ধারণ করেছিল। সিন্ডিকেট করে বাধা দেয়া হচ্ছে। করোনা দুর্যোগে সরকারি সিদ্ধান্ত বারবার অমান্য করে চট্টগ্রামের চিকিৎসাসেবাকে পুরোপুরি অকার্যকর করেছিলেন ডা. ফয়সাল ইকবাল চৌধুরী। এ কারণে চট্টগ্রামে চিকিৎসার অভাবে পথে পথে মানুষ মারা যেতে দেখেছে সবাই। আমি ধারাবাহিক সমাবেশ ও মানববন্ধনের মাধ্যমে এসবের প্রতিবাদ জানিয়ে আসছিলাম। তাদের গ্রেফতার করে চট্টগ্রামের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতের দাবিও করেছিলাম। এ কারণে তারা আমাকে হত্যার পরিকল্পনা করছে। ডা. ফয়সাল ইকবালের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই।
ডা. ফয়সাল ইকবাল বলেন, ‘কোনো আইসোলেশন সেন্টারের উদ্যোক্তা বা সাজ্জাদ হোসেন নামে কারও সঙ্গে আমার মোবাইল ফোনে কোনো কথা হয়নি। এ ছাড়া রনি ছোট ছেলে। সে কী করছে না-করছে তার বিষয়ে মাথা ঘামানোর সময় আমার নেই। যে অডিওর কথা বলা হচ্ছে, সেই অডিওতে দু’বার মিনহাজের নাম উল্লেখ করা হয়েছে। এখন সাজ্জাদ হোসেন ওই মিনহাজের সঙ্গে কথা বলেছে কি না, সেটা সে জানে। এ ছাড়া তথ্য-প্রযুক্তির যুগে কে কীভাবে কাকে ফাঁসানোর চেষ্টা করছে, সেটাও দেখার বিষয়।সুত্র,য়ুগান্তর
Leave a Reply