শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
সুমণ তালুকদার,স্টাফ রিপোর্টার॥ বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এর যৌথ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে ৯ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। এ সময় উপজেলার মাগুরা গ্রামের মৎম্য চাষী ইদ্রিস হাওলাদারকে ১০ হাজার টাকা জরিমানাসহ লিখিত মুচলেকা গ্রহন করেন।
দুই উপজেলার সিমান্তবর্তী মাগুরা উন্মুক্ত জলাশয় ও সংলগ্ন বিলগুলোতে বৃহস্পতিবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, ও আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট নেহের নিগার তনু। এ সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া সিনিয়র উপজেলা মৎস্য মোহাম্মদ আলম, গৌরনদী মৎস্য অফিসার মোঃ আবুল বশার, ক্ষেত্র সহকারী বিকাশ কুমার নাগ, সুমন হোসেন, অফিস সহকারী নুর আলমসহ দুই থানার পুলিশ সদস্যবৃন্দ। শেষে ৪৫ টি চায়না দুয়ারী জাল যা প্রায় ৯ হাজার মিটার পুড়িয়ে বিনষ্ট করা হয়।
Leave a Reply