বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি ॥ ইলিশ মাছ বিক্রির খবর পেয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে প্রায় ৪০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাছ ফেলে পালিয়ে রক্ষা পেয়েছে অসাধু ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত দশটার দিকে বরিশালের গৌরনদী পৌর এলাকার টরকী বন্দরে। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, রাতে টরকী বন্দরে গোপনে ইলিশ মাছ বিক্রির সংবাদ পেয়ে অভিযান চালানো হয়।
এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাছ ফেলে পালিয়ে যায় বিক্রেতারা। পরে সেখান থেকে প্রায় ৪০ কেজি ইলিশ মাছ জব্দ করে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
Leave a Reply