বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:১০ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার শ্রদ্ধেয় ইসরাত জাহান স্যারের নির্দেশনায় জেলি মিশ্রিত চিংড়ি বিক্রয়ের অভিযোগের ভিত্তিতে গৌরনদী উপজেলার টরকী ও গৌরনদী বন্দর বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা।
অভিযানকালে মাছের বাজার পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। উল্লেখ্য ওজন বাড়ানোর জন্য চিংড়ির পেটে ক্ষতিকারক জেলি পুশ করা হয়। এই জেলি মিশ্রিত চিংড়ি মাছ রান্না করে খেলে খাদ্যনালি মুখগহ্বরে ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বাজার মনিটরিং এর সময় জেলি মিশ্রিত চিংড়ির বিভিন্ন ক্ষতিকারক দিক নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের সচেতন করা হয়। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করা হয়।
এ সময় পণ্যের মোড়ক ব্যবহার না করায় ২টি দোকানকে ভোক্তা অধিকার আইনের ৩৭ ধারায় ৪০০০ টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ১টি দোকানকে একই আইনের ৩৮ ধারায় ১০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাছাড়া বিক্রেতা কর্তৃক অবহেলা, দায়িত্বহীনতা বা অসতর্কতা দ্বারা ক্রেতার অর্থ, স্বাস্থ্য বা জীবনহানীর সম্ভাবনা থাকায় ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারায় ১টি খাবার হোটেল ও ৪টি মিষ্টির দোকানকে ৭০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অধিকন্তু গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় স্বাস্থ্যবিধি মেনে বাসগুলো যাত্রী তুলছে কিনা এবং বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া কতটা মানা হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় গৌরনদী থানা পুলিশ সহযোগিতা করে।
Leave a Reply