বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদীতে শারীরিক প্রতিবন্ধী এক যুবতীকে (১৯) ধর্ষণচেষ্টার অভিযোগে ঐ গ্রামের সিদ্দিক গাজীর পুত্র সুমন গাজী (২৭) কে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানার পুলিশ।
গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে ধর্ষিতার মাতা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শারীরিক প্রতিবন্ধী ওই যুবতীকে বাড়িতে রেখে গত মঙ্গলবার দুপুরে তার মা বাইরে কাজে চলে যান। ওই সুযোগে প্রতিবন্ধী মেয়েটিকে বাড়িতে একা পেয়ে সুমন গাজী তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। পরে তার চিৎকারে পার্শ^বর্তী এক নারী ছুটে এলে সুমন গাজী পালিয়ে যান। এরপর ওই নারী ঘটনাটি যুবতীর ছোট বোনের মাধ্যমে তার মাকে জানান।
পরে মেয়েটির মা বাদী হয়ে ওইদিন রাতেই গৌরনদী থানায় একটি অভিযোগ দায়ের করেন। গৌরনদী থানা-পুলিশ অভিযোগটি আমলে নিয়ে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পায় এবং রাতেই অভিযুক্ত সুমন গাজীকে গ্রেপ্তার করে।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান বলেন, বাদী অভিযোগ করায় সুমন গাজীকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্লীলতাহানি চেষ্টায় গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply