শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
মোঃ মাসুদ সরদার , গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ আলীম মাদ্রাসার অপহৃত ছাত্রীকে (১৪) অপহরনের ৪ দিন পর শুক্রবার দুপুরে উপজেলার ধানডোবা এলাকা থেকে উদ্ধার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। এ ঘটনায় অপহৃতার পিতা বাদি হয়ে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান জানান, হোসনাবাদ আলীম মাদ্রাসার ছাত্রীকে গত ৮ জুলাই একই থানার ধানডোবা গ্রামের মহিম সরদারের পুত্র আকাশ সরদারের নেতৃত্বে (১৯) সহযোগীরা অপহরন করে। এ ঘটনায় মাদ্রাসা ছাত্রীর পিতা গতকাল শুক্রবার সকালে আকাশ সরদার, তার বাবা মহিম সরদার, মা রাবেয়া বেগম ও নানা নুরু সরদারকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাতক্ষৎনিক অভিযান চালিয়ে অপহরনকারী আকাশের নানা নুরু সরদারের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ও অপহৃতাকে উদ্ধার করেন। নানা নুরু সরদার অপহরন প্রসঙ্গে বলেন, আমি কিছুই জানি না।
Leave a Reply