বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর কুয়াকাটায় এক কিশোরী গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহত আরিফা আক্তার (১৭)–এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী রিফাত (২১) পুলিশ হেফাজতে রয়েছেন।
ঘটনাটি ঘটে সোমবার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে কুয়াকাটা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের কুয়াকাটা গ্রামে একটি ভাড়াবাসায়। নিহত আরিফা বরিশালের বায়োরগাতি এলাকার বাসিন্দা হলেও স্বামীর সঙ্গে কুয়াকাটায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
স্থানীয়দের ভাষ্যমতে, বিয়ের চার মাসের মধ্যেই দম্পতির মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া ও মনোমালিন্য লেগে থাকত। ঘটনার দিন রাতেও তাদের মধ্যে কলহ হয়েছিল বলে ধারণা করছেন প্রতিবেশীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ কান্না ও চিৎকারের শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূর মরদেহ পড়ে থাকতে দেখেন। ঘরের মেঝে ও দেয়ালে রক্তের ছাপ ছিল।
ঘটনার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তের স্বার্থে নিহতের স্বামী রিফাতকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।
মহিপুর থানার ওসি মহব্বত খান বলেন, “প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। সিআইডির একটি দল ঘটনাস্থলে আসছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।”
পুলিশ জানায়, তদন্তের স্বার্থে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply