বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামে ভিমরুলের কামড়ে মো. মাজেদ হাওলাদার (৫০) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ মার্চ) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মো. মাজেদ হাওলাদার কচুয়া গ্রামের মৃত মো. পনু হাওলাদারের ছেলে। তিনি সেনাবাহিনীতে সৈনিক পদে কর্মরত ছিলেন এবং অবসরের পর নিজ বাড়িতেই বসবাস করছিলেন। দুর্ঘটনার সময় তিনি বাড়ির পাশের বাগানে মৌচাক থেকে মধু সংগ্রহ করতে গাছে ওঠেন।
এ সময় মৌচাকের পাশে থাকা ভিমরুলের বাসায় নাড়া পড়লে ক্ষুব্ধ ভিমরুলের ঝাঁক তার ওপর আক্রমণ করে। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কচুয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহত মাজেদ হাওলাদারের পরিবার এবং এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।
এদিকে, কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মংচেন জানান, এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় প্রশাসন ভবিষ্যতে কার্যকর উদ্যোগ নেবে। তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এছাড়া, স্থানীয়রা জানায়, মৌচাক থেকে মধু সংগ্রহ করা একটি প্রচলিত ঐতিহ্য হলেও এ ধরনের দুর্ঘটনা বেশিরভাগ ক্ষেত্রেই ভিমরুলের হামলার কারণে ঘটে। ফলে, এই ধরনের ক্ষতিকর প্রাণী সম্পর্কে স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন বলে তারা মন্তব্য করেন।
মাজেদ হাওলাদারের অকাল মৃত্যুতে তার পরিবার এবং এলাকার মানুষ অত্যন্ত শোকাহত।
Leave a Reply