মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
থানা প্রতিনিধি॥ বরিশাল উজিরপুর উপজেলার সাতলায় ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় সৈকত (৭) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার দুপুরে দুর্ঘটনায় নিহত সৈকত সাতলা এলাকার শরীফ মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাতলা-উজিরপুর সড়কের পাশে দিয়ে হেঁটে যাচ্ছিল সৈকত।
এসময় সাতলার আবু বকর খন্দকারের ছেলে দুলাল খন্দকার বাবার অগোচরে ব্যাটারি চালিত অটোরিকশা (ইজিবাইক) নিয়ে সড়কে বের হয়। এক পর্যায়ে দুলাল নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি সৈকতকে চাপা দেয়। পরে স্থানীয়রা সৈকতকে উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আগৈলঝাড়া থানার ওসি আফজাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে দুর্ঘটনার স্থান উজিরপুর থানার অধীন হওয়ায় মামলা ওই থানায় দায়ের হবে বলে তিনি জানান।
Leave a Reply