সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন
মোঃ মাসুদ সরদার , গৌরনদী প্রতিনিধি ॥ স্বাস্থ্যবিধি নিশ্চিত সামাজিক দূরত্ব ও অবাধ যানচলাচল রোধ করার লক্ষ্যে ঈদের ৬ষ্ঠ দিনেও তৎপর রয়েছে গৌরনদী হাইওয়ে পুলিশ।
সকাল থেকেই ঢাকা-বরিশাল মহাসড়কে কাজ করে যাচ্ছে গৌরনদী হাইওয়ে পুলিশ বাহিনী।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মুজাহিদুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যেসব মটরসাইকেল আরোহী, যাত্রিবাহী মাইক্রোবাস ও প্রাইভেটকার ও বিভিন্ন যানবাহন আইনি বিধি নিষেধ অমান্য করে গাড়ি চালাচ্ছে তাদের আটক করে প্রথম পর্যায়ে শাস্তি স্বরূপ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করার পর মুচলেকা রেখে ছেড়ে দেয়া হচ্ছে। তবে এতেও কাজ না হলে পরবর্তীতে আরো কঠোর ভুমিকা পালন করবে হাইওয়ে পুলিশ।
Leave a Reply