সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:১২ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠি সদরের সুগন্ধা পৌর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হতে না পেরে শহীদ মিনার ভাঙচুর করেছেন শহর বিএনপির এক নেতা। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।
সম্প্রতি ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপুসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীতা মণ্ডল। আদালতের নির্দেশে মামলাটি রেকর্ড করেছেন ঝালকাঠি সদর থানার ওসি মো. খলিলুর রহমান।
সুগন্ধা পৌর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীতা মণ্ডল মামলার অভিযোগপত্রে বলেন, বিদ্যালয়ের খেলার মাঠের উত্তর-পূর্বদিকে পাঁচ লাখ টাকা ব্যয়ে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়। ১৪ আগস্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদ না পেয়ে আনিসুর রহমান তাপুসহ অজ্ঞাতনামা আরো ১৬-১৭ জন শহীদ মিনারটি ভেঙে গুড়িয়ে দেয়। ওই সময় স্থানীয়রা বাধা দিলে পিস্তল ও দেশীয় অস্ত্র দেখিয়ে তাড়িয়ে দেয় তারা।
ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান বলেন, বিচারকের নির্দেশে মামলাটি রেকর্ড করা হয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেয়া হবে।
বাদী পক্ষের আইনজীবী মো. শফিকুল ইসলাম বলেন, আসামিরা আইনশৃঙ্খলা বিঘ্ন করে ইচ্ছাকৃতভাবে শহীদ মিনার ভাঙচুর করেছে। যা মারাত্মক অপরাধ। এ মামলা দ্রুত বিচার আইনে বিচারযোগ্য।
Leave a Reply