মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিনে গত সোমবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালিয়ে ইলিশ অভয়াশ্রমে মাছ শিকার করার অপরাধে ১১ জন জেলেকে আটক করেছে মৎস অধিদপ্তর ও স্থানীয় থানা পুলিশ। আটককৃত ৩ জনকে ১ বছর করে কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত বশির গাজী।
জানা যায়- গতকাল সোমবার সকাল থেকে রাত ১ টা পর্যস্ত বোরহানউদ্দিন উপজেলার মেঘনা ও তেতুলিয়া নদীতে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত বশির গাজীর নেতৃত্বে উপজেলা মৎস্য অধিদপ্তর ও বোরহানউদ্দিন থানা পুলিশের যৌথ অভিযানে খায়েরহাট বাজার থেকে প্রায় ৪০ কেজির মত জাটকা ইলিশ মাছ আটক করা হয় এবং একই সাথে তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ২৭টি বেহুন্দি জাল আটক ও ধ্বংস করা হয় এবং ১১ জেলেকে আটক করা হয় ও আটককৃতদের ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়। আটককৃত জেলেরা হলো : রাকিব (২০), জামাল হোসেন (২৪) ও বিল্লাল (২১)- হানিফ (৩০), ইকবাল (৩০), জিহাদ (২৩), রিপন (২৯), সজিব (১৯), সোহেল (১৮), জসিম (৩৫) এবং তাহের (৪৫), উপজেলা নির্বাহী অফিসার মো: বশির গাজী উক্ত দন্ড প্রদান করেন।
Leave a Reply