সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ স্কুল-কলেজের পাশাপাশি আগামী ৯ এপ্রিল পর্যন্ত সব ধরনের কোচিংও বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়ে শিক্ষার্থীদের বাসায় অবস্থান করতে হবে এবং আইইডিসিআর ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২৪ মার্চ মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় শিক্ষামন্ত্রী জানান, আগামী ২৮ মার্চ শনিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সংসদ টিভির মাধ্যমে ষষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণির ক্লাস সম্প্রচার করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Leave a Reply