বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর মথুরানাথ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক প্রয়াত জাকির হোসেনের রূহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। স্কুলের এসএসসি ৯১ ব্যাচের বন্ধুদের উদ্যোগে আজ শনিবার কাশিপুর বিল্ববাড়ি ইয়াকুব আলী উম্মুল কুরআন হাফিজী মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার হাফেজ মো. মুমিনুল ইসলাম শাকিলের তত্বাবধানে আজ শনিবার সকাল থেকে মাদ্রাসার কোমলমতি শিশু শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত করেন এবং জোহর নামাজ শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় প্রয়াত ৯১’র বন্ধু জাকির হোসেনের রূহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন আবেদ আলী শাহ (র.) মসজিদের ঈমাম মো. মুরাদ হোসেন।
Leave a Reply