বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:২০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ২২ বছর ফেরার থাকার পরে চাঁদাবাজির মামলায় পুলিশের জালে আটক হল আসামি রতন শীল। ১৯৯৮ সালে নগরীর ঝাউতলার মকসেদ কাজীর ছেলে পলাশের ওপর হমলা ও চাঁদাবাজির মামলার আসামি সে। হাসপাতাল রোডের ইম্পেরিয়াল স্টিল দোকানে চাঁদাবাজি ও গুরুতর জখম করার ঘটনায় ভুক্তভোগী কাজী পলাশ কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।
এরপর থেকে আসামি রতন শীল দীর্ঘ ২২ বছর বিভিন্নভাবে গা ঢাকা দিয়ে মাদক বেচা-কেনাসহ নানা অপরাধে জড়িত থাকলেও তার পিছু ছাড়েনি বিএমপি। ডিজিটাল প্রযুক্তিসহ সমস্ত কর্মকৌশল ব্যবহার করে বিএমপির কাউনিয়া থানা পুলিশের সহকারী কমিশনার মো. মাসুদ রানার নেতৃত্বে পলাতক রতনকে বন্দর থানার বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রতনকে যথাযথ প্রক্রিয়ায় আদলতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply