মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী আল-জামেয়াতুল দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফিকে চট্টগ্রাম মেডিক্যালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় ।
হেফাজতে ইসলামের নেতা ও আল্লামা শফির ছেলে মাওলানা আনাস মাদানী বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার থেকে তিনি অসুস্থ বোধ করছেন। মাদ্রাসায় তার কক্ষে তিনি চিকিৎসাধীন ছিলেন। সেখানে তাকে অক্সিজেনও দেওয়া হয়েছে।
চমেক হাসপাতালের আইসিইউ ওয়ার্ডেও চিকিৎসক ডা. প্রণয় কুমার দত্ত বলেন, গতকাল রবিবার রাত সাড়ে ৮টায় আল্লাামা শফিকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার শ্বাসকষ্ট, ডায়াবেটিসসহ নানা সমস্যা রয়েছে।
Leave a Reply