শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন
সুমন খান, স্বরুপকাঠী প্রতিনিধিঃপ্রেমের মরা জলে ঢোবে না, আসলে কথাটি সত্যি সেই সূএে। কলেজ ক্লাশ ফাকি দিয়ে গত দুই বছর প্রেমে দাম দিতে গিয়ে, কুমারী বালিকার মূল্যবান সম্পদ নিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বরূপকাঠী উপজেলার বলদিয়া ইউনিয়নের মধ্য ঝিলবাড়ীর দেলোয়ারের কলেজ পডুয়া ছেলে রাকিব(২০)বিরুদ্ধে।
স্থানীয় এলাকাবাসীরা জানান,রাকিব গত কয়েক বছর ধরে এলাকা সহ কলারদোনিয়ার বহু মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে আসছিল।পরবর্তি সময়ে কৌশলে ফাদে ফেলে ধারাবাহিক ভাবে শরীরের স্বাদ নেয় বলে অভিযোগ উঠেছে রাকিবের বিরুদ্ধে।
তার সর্বশেষ নমুনা গতকাল সকালে সূর্য্য উঠার আগে এলাকার রুহুল আমিন বাদশার মেয়ে মারিয়া(১৯) রাকিবের ভাড়িতে উঠে বিয়ের দাবী করেন।এদিকে রাকিব প্রেমের কথা বলে প্রথম সেমিস্টার চালু করেন।দ্বিতীয় সেমিস্টারে কুমারী কলেজ পডুয়া বালিকাকে বিবাহিত স্ত্রীর মত দিনের পর দিন মেলামেশা করতে থাকে।
আর একথা গুলো মেয়ে মিডিয়া সহ বান্দবীদেরকে জানান। অন্যদিকে মেয়ে রাকিবকে বিয়ের কথা বললেই বলতো দু এক মাস পর বিয়ে করবো।
এদিকে মারিয়া ছেলের চালাকির কথা বুঝতে পারে তবে অনেক পরে। সর্বশেষ সুচতুর বাদশার মেয়ে মারিয়া বাধ্য হয়ে ছেলের বাড়িতে আসেন বীরাঙ্গনা সখিনার মত।আর বিয়ের অধিকার আদায়ের জন্য অবশেষে এক ধরনের যুদ্ব ঘোষনা করেন তিনি বিষ পান করবেন বলে জানান।
এ ব্যাপারে এলাকার মেম্বর সহ এলাকাবাসীরা ঘটনার কথা স্বীকার করেছেন। এখনও মেয়ে ছেলে বাডীতে রয়েছে।সর্বশেষ জিলবাডী সহ সমগ্র এলাকায় ঘটনার কথা জানাজানি হয়ে যায় মুহুর্তের মধ্যে।
এলাকার দাবী এদের বিয়ে ছাড়া বিকল্প পথ নেই।তাছাড়া এ জুটি বিয়ের আগেই বহুবার শারীরিক সম্পর্ক করেছে। এ ব্যাপারে এলাকার সুশিল সমাজও বিয়ের পক্ষে। আর কয়েক শতাধিক জনতা বিয়ের মিস্টি খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে।
পাশাপাশি মিছিল দিচ্চে ” বিয়ে চাই বিয়ে চাই,বিয়ে হলে মিস্টি খাই।
Leave a Reply