শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
সুমন খান স্বরুপকাঠী প্রতিনিধিঃ
স্বরুপকাঠীর সাগরকান্দায় রাতের অন্ধকারে ঘর নির্মান করার অভিযোগ উঠেছে বাচ্চু (৫০), শাহগীর(৩০) ও আউয়াল গংদের বিরুদ্বে। স্থানীয় সুত্র জানায় ফরাজীয় সম্পত্তির উপর দাবীকৃত অংশ নিয়ে জোর দখলের সূত্রপাত। কাগছ পত্র অনুযায়ী জায়গার মালিক মৃত হরমুজ তালুকদারের ছেলে আঃ আলী মির্বর ও তার ওয়ারিশদ্বয়।
অপরদিকে মকসেদের দুই মেয়ে নুরজাহান ও মুসতাহারু সহ মাকসুদা ও হেলেনাও সম্পত্তির ওয়ারিশ রয়েছে। এক পক্ষের দাবী দাদীর ওয়ারিশে বৈধতা আছে বিদায় সকল অংশীদারগন একত্রিত হয়ে ঘর নির্মান করেন। পাশাপাশি ঘর নির্মানের জন্য গাছ কাটা হচ্ছে। এদিকে গ্রাম্য আদলতে বহুবার স্থানীয় পর্যায়ে দেন দরবার হয়েছে। কাজের কাজ কিছুই হয়নি। বরং শালিশগনরা বিতর্কে পড়েছেন এক তরফা পক্ষপাত মুলক আচরন করার কারনে। এলাকার চেয়ারম্যান সহ মেম্বরও পক্ষপাত মুলক আচরন করেছেন বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে আঃ আলী মির্বরের ওয়ারিশগনরা দখিনের খবরকে জানান,গ্রাম্য আদালত টাকার বিনিময়ে বাচ্চু সহ নুরজাহানের পক্ষ নিয়েছে। ঘর তোলা সহ গাছ কর্তনের বিষয়ে অভিযোগ করলেও সবুর চেয়ারম্যান সহ মেম্বর কোন অবিযোগ আমলে নেয়নি। আর প্রশাশনের কথা কি আর বলবো। অথচ আইনি নির্দেশ উপেক্ষা করে বেআইনি ভাবে রাতের অন্দকারে ঘর নির্মান করেন। পাশাপাশি সোমবার সকাল তেকেই মূল্যবান চাম্বল সহ অন্য গাছ কাটা হয়। আসলে দেখার কেউ নেই বরং মিডিয়ার বেশ কয়েকজন সাংবাদিকরা আসেন সরেজমিনে।
এদিকে ঘর নির্মান সহ গাছ কাটার বিষয়ে এলাকার চেয়ারম্যান সবুর তালুকদারকে অবগত করা হলেও তিনি কোন পদক্ষেপ নেয়নি। বৈধ মালিকদের লিখিত অভিযোগ,টাকার কাছে এলাকার মেম্বর ও চেয়ারম্যান বিকিয়ে গেছে। এ ব্যাপারে সাগরকান্দা সহ শশীদ,মেসেন্ডা, জুলুহারের বেশীর ভাগ সচেতন জনতারা জানান,বহু দিন থেকেই ওয়ারিশের সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল উভয় পরিবারের মধ্যে। তবে রাত্রে ঘর তোলা ও গাছ কর্তন করা ঠিক হয়নি।যেহেতুআইনিধারায় স্থগিত ছিল বিরোধকৃত সম্পত্তির উপর।
Leave a Reply