শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন
মোঃ মাসুদ সরদার,গৌরনদী প্রতিনিধি॥ চলমান করোনা দুর্যোগে ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে সার্বক্ষণিক মাঠে তৎপর রয়েছে পুলিশবাহিনী। এমটাই জানিয়েছেন গৌরনদী মডেল থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ছরোয়ার।
সামাজিক নিরাপদ দুরত্ব নিশ্চিত করা ও করোনার প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে গতকাল উপজেলার বিভিন্ন ছোট বড় হাট-বাজার, শপিংমল ও দোকানপাটসহ গুরুত্বপূর্নর্ স্থানে প্রচার কার্যক্রম পরিচালনাকালে তিনি একথা বলেন ।
এবং অন্যদিকে জনসমাগম এড়াতে গৌরনদী মডেল থানা কতর্ৃক উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দরে প্রবেশমুখে পুলিশি চেকপোস্ট বসিয়ে পথচারীসহ বিভিন্ন ছোটবড় যানবাহনের চালক ও যাত্রীদের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনামূলক পরামর্শ দেয়া হয়।
এই চেকপোস্টে দায়িত্বরত থাকা পুলিশ উপ-পরিদর্শক (এস.আই) বাবুল জানান, টরকী বাজারে বিপুল জনসমাগম হওয়ার কারনে করোনা ভাইরাস সংক্রমণের ঝঁুকি কমাতে ওসি স্যারের (গোলাম সরোয়ার) নির্দেশে এই চেকপোস্ট বসানো হয়েছে ২৪ঘন্টা সবাইকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনামূলক পরামর্শ দিয়ে যাবে মডেল থানা পুলিশ ।
গৌরনদী মডেল থানার চৌকস অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার জানান, করোনা প্রতিরোধে এবং জনগন যেনো সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলে সেই লক্ষ্যে উপজেলা প্রশাসনের নির্দেশনানুযায়ী যেকোন ধরনের পদক্ষেপ নিতে গৌরনদী মডেল থানা কাজ করে যাবে। এবং করোনা প্রতিরোধে গৌরনদী উপজেলার যেকোন স্থানে জনসমাগম এড়াতে এ কার্যক্রম চলমান থাকবে।
Leave a Reply