রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ দেশি ফল হিসেবে কদর বেড়েছে বাঙ্গির। সাধারণ মানুষ তরমুজ কিনে খেতে পারছেন না তরমুজ সিন্ডিকেট ব্যবসার কারণে। কেজি দরে বিক্রি হওয়া তরমুজ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তাই কদর বেড়েছে বাঙ্গির।
প্রতিপিস তরমুজ বিক্রি হচ্ছে ৫০ টাকা থেকে ৬০ টাকা কেজি দরে। একটি ভালো সাইজের তরমুজের দাম এখন ৪০০ টাকা থেকে ৬০০ টাকা পর্যন্ত যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তাই সাধারণ ক্রেতারা ঝুঁকছেন বাঙ্গির দিকে। আর বাঙ্গির দাম অনেকটাই ক্রয় ক্ষমতার মধ্যে।
প্রতি পিস বাঙ্গি বিক্রি হচ্ছে ১০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা। দেশি ফল হিসেবে বাঙ্গি একমাত্র ফল যা এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে। ক্রেতাসাধারণ জানান তরমুজ এখন আর গরিব মানুষ কিনে খেতে পারছে না গরিব মানুষের দেশি ফল বলতে বাঙ্গিই সম্বল।
Leave a Reply