রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন
রাজাপুর সংবাদদাতা: ভান্ডারিয়া-বরিশাল আঞ্চলিক মহা সড়কের রাজাপুরের বাগড়ির মোর নামক স্থানে শনিবার রাত পৌঁনে ২টার দিকে একটি পন্যবাহী ট্রাক সড়কের পূর্ব প্রান্তের খাদে পড়ে। তবে এসময় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।জানাগেছে, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমূলা গ্রামের এক স্থায়ী বাসিন্দা শনিবার বিকেলে বরিশাল ল্যাব এইডে ডাক্তার দেখিয়ে একটি ভাড়ার মাইক্রো গাড়িতে রাতে ভান্ডারিয়া ফিরছিলেন। রাজাপুরের বাগড়ীর মোড় স্থানে এসে সড়কে আটকে পড়ে ।
তখন তাদের সাথে থাকা অপর এক যাত্রী মাইক্রো থেকে নেমে দেখতে পান জরুরি পন্য সরবরাহ লেখা বড় আকৃতির একটি কাভার্ড ভ্যান (ট্রাক) এর সামনের অংশ খাদে এবং পিছনের অংশ সড়ক সংলগ্ন গাছে আটকে রয়েছে। এবং ট্রাকের ধাক্কায় বড় বড় আম, সুপারি ও চাম্বল গাছ ভেঙ্গে সড়কের উপর পড়লে যান চলাচল বন্ধ হয়ে সড়কে আটকা পড়ে এ্যাম্বুলেন্স ,মাইক্রো, বাসসহ বিভিন্ন যানবাহন।
স্থানীয়রা নিজস্বভাবে সড়কে পড়া গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে দেখা গেলেও ট্রাকটির কোন লোক চোখে পরেনি। গাড়িটি কি কারনে খাদে পড়তে পারে আলাপ কালে মাইক্রো ড্রাইভার মিঠু হোসেন জানান, দুটি কারন হতে পারে ।এক যদি গতি দ্রুত ও ড্রাইভারের চোখে ঘুম থাকে বা ড্রাইভার যদি কিছু খাওয়া অবস্থায় গাড়ি চালাতে থাকে।
Leave a Reply