মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন
রাজাপুর প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরে বাবার বাড়ি যেতে না পেরে অভিমান করে মোসা. রুনা লায়লা (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার শুক্তাগড় এলাকার নারিকেলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুনা লায়লা উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কুদ্দুস হোসেনের স্ত্রী। তিনি মঠবাড়ি ইউনিয়নের ডহশংকর এলাকার মো. নূর হোসেন গাজীর কন্যা।
স্থানীয়রা জানায়, ইউপি সদস্য কুদ্দুসের শ্বশুরবাড়ির সঙ্গে তার সম্পর্ক ভালো না থাকায় ওই বাড়িতে আসা-যাওয়া বন্ধ ছিল। ঘটনার দিন বৃহস্পতিবার কুদ্দুসের স্ত্রী রুনা লায়লা তার কাছে বাবার বাড়ি যাওয়ার আবদার করে।
এ সময় কুদ্দুস ধমক দিয়ে জানান, এখন না ঈদের সময় দেখা যাক। এই বলে কুদ্দুস গরু নিয়ে বাড়ির বাইরে যান। কিছুক্ষণ পরে বাহির থেকে বাড়িতে এসে রুনা লায়লাকে ডাকাডাকি করে না পেয়ে ঘরে গিয়ে স্ত্রীকে ওড়না গলায় জড়িয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত দেখতে পান।
পরে ইউপি সদস্য নিজেই রাজাপুর থানা পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে রুনা লায়লার মা কুলসুম বেগমের দাবি, আমরা গরীব বলে কুদ্দুসকে টাকা-পয়সা দিতে না পারায় প্রায়ই আমার মেয়েকে মারধর করত সে। আমাদের বাড়িতে আসতে দিত না। ঘটনার দিন আমার মেয়ে রুনা লায়লার সঙ্গে কুদ্দুসের ঝগড়া হয়। পরে রুনা লায়লা আমাদের বাড়ি আসতে চাইলে তাকে হত্যা করা হয়েছে।
রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply