রাজাপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টে মঠবাড়ি চ্যাম্পিয়ন Latest Update News of Bangladesh

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




রাজাপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টে মঠবাড়ি চ্যাম্পিয়ন

রাজাপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টে মঠবাড়ি চ্যাম্পিয়ন




রাজাপুর প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুরে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় রাজাপুর ইউনিয়ন পরিষদ দলকে ১-২ গোলে হারিয়ে মঠবাড়ি ইউনিয়ন দল চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকেলে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে চ্যাম্পিয়ন ও রানারআপ উভয় দলের মধ্যে প্রধান অতিথি থেকে কাপ তুলে দেন ঝালকাঠি-(রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য বিএইচ হারুন।
ইউএনওর আফরোজা বেগম পারুলের সভাপতিত্বে এসময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান, এএসপি (সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খায়রুল আলম সরফরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজ আক্তার লাইজু, রাজাপুর থানা ওসি শামসুল আরেফিন, যুব উন্নয়ন কর্মকর্তা আল আমিন বাকলাই, গালুয়া ইউপি চেয়ারম্যান মজিবুল হক কামাল, মঠবাড়ি ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার, শাহজাহান মোল্লা, মাহমুদা খানম, জলিল হাওলাদার, রাজাপুর সাংবাদিক ক্লাব সভাপতি রহিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এ টুর্নামেন্টে এ উপজেলার ৬ ইউনিয়ন ৬টি দল অংশ নিয়েছিলো।
খেলার প্রথমার্ধে মঠবাড়ি ইউনিয়নের পক্ষে মো. রাব্বি ও রাজাপুর সদর ইউনিয়নের পক্ষে আল আমিন দুটি গোল করেন। খেলার দ্বিতীয়ার্ধে মঠবাড়ি ইউনিয়নের পক্ষে অনিক গোল করে দলকে এগিয়ে নেয়। এরপর কোন পক্ষই আর গোলের দেখা না পাওয়ায় মঠবাড়ি ইউনিয়ন ২-১ গোলে জয়ী হয়। উপজেলার ছয়টি ইউনিয়ন খেলায় অংশগ্রহন করে। এতে সবাইকে পেছনে ফেলে রাজাপুর সদর ইউনিয়ন ও মঠবাড়ি ইউনিয়ন চুড়ান্ত পর্বের খেলায় অংশ নেয়।
ঝালকাঠি ক্রিড়া সংস্থার রেফারী রতন লাল বসু, রাজাপুর ক্রিড়া সংস্থার ইউনুস গাজী ও বাবু নিত্যানন্দ সাহা খেলা পরিচালনা করেন। রাজাপুর সদর ইউনিয়নের খেলোয়ার আল আমিন সেরা খেলোয়ার নির্বাচিত হন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD