বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া জোড়াপুলের পূর্ব পার্শ্বে আলগী নদীর উপর আয়রন সেতুটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। সাধারণ মানুষ প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পারাপার হলেও সেতুটি মেরামত কিংবা পুনঃনির্মাণের ক্ষেত্রে কর্তৃপক্ষ উদাসীন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নাজিরপুর ও মদনপুরা ইউনিয়নের সংযোগ স্থাপনকারী সেতুটি প্রায় দেড় বছর আগে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এরপর কতৃপক্ষ কিংবা কোন জনপ্রতিনিধি সেতুটি মেরামতের উদ্যোগ নেয়নি। বর্তমানে সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত ওই সেতু পারাপার হচ্ছেন।
আবদুর রহমান নামের ষাটোর্ধ্ব এক ব্যক্তি বলেন, সেতুটি পারাপারের ক্ষেত্রে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে শিক্ষার্থী ও বৃদ্ধরা জীবনের ঝুঁকি নিয়ে পারপার করছে।
এ বিষয়ে নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম ফারুক বলেন, সেতুটি পুনঃনির্মাণের বিষয়ে একাধিকবার উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় উত্থাপণ করা হয়েছে। খুব শিগগিরই সেতুটি পুনঃনির্মাণ করা হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার বলেন, ব্রিজটি টেন্ডারের অপেক্ষা। টেন্ডার হওয়ার পর জনগনের সুবিধার জন্য ব্রিজটি পুনঃনির্মাণ করা হবে।
Leave a Reply