সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:২০ অপরাহ্ন
মোঃ ইব্রাহীম মুন্সী,মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে একমাত্র পথ হলো কিছু বিধিনিষেধ মানা। মহামারীর শুরুর দিকে মাস্ক পড়ার কথা বলা হলেও এখনও উদাসীন সমাজের একাংশ মানুষ। মাস্ক না পড়ার জন্য আইনানুগ ব্যবস্থাও নিতে ও মানুষকে সচেতনতা করতে মাঠে নামলো মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।
সারাদেশের মতো পুলিশের এই বিশেষ কর্মসূচির অংশ হিসেবে পালিত হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের সার্বিক সহযোগিতায় রবিবার সকালে উপজেলার পাতারহাট বন্দরের প্রধান প্রধান সড়কে বিভিন্ন ধরনের যানবাহনের চালক, হেলপার, যাত্রী ও পথচারীদের মধ্যে এই মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
এ মাস্ক বিতরন কর্মসুচিতে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম , ওসি তদন্ত মোঃ মমিন উদ্দিন, এস আই মিজানুর রহমান, রবিন্দ্র সিং, এস আই মোস্তফা কামাল, এস আই মেহেদি হাসান, এস আই শফিকুল ইসলামসহ অন্যান্ন পুলিশ সদস্য বৃন্দ।
এ বিষয়ে ওসি আবুল কালাম বলেন আমরা জনগণকে সচেতনার জন্য এই মাস্ক ও লিপলেট বিতরণ করছি। করোনার এই দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
Leave a Reply