বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০০ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি মাহবুবুর রহমান সিকদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ।শনিবার (১৬ মে) বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদিন ও সাধারন সম্পাদক হাফিজ আহম্মেদ স্বপনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদিন বলেন,বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা (চেয়ারম্যান) জনাব কাজী এমদাদুল হক দুলাল এর বরাবরে একটি লিখিত আবেদন করা হলে শনিবার (১৬ মে) উপজেলা চেয়ারম্যান,সভাপতি,সম্পাদক এবং মাধবপাশা ইউনিয়ন আওয়ামীলীগের অন্যন্য নেতাকর্মীদের উপস্থিতে মাধবপাশা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি মাহবুবুর রহমান সিকদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এখন থেকে তিনি পুনরায় তার স্ব পদের দায়িত্ব পালন করতে পারবেন।
দলকে শক্তিশালী করতে তিনি কাজ করবেন বলে আমরা আশা করছি।উল্লেখ্য,মাধবপাশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নান্টু তালুকদারের সাথে ত্রান বিতরণ কার্যক্রম নিয়ে তর্ক বিতর্ক হয়। তখন মাধবপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যস্থতায় ভুল বোজাবুজির অবসান হয়। পরবর্তীতে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদিন ও সাধারন সম্পাদক হাফিজ আহম্মেদ স্বপনের সিদ্ধান্তে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
Leave a Reply