রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৫৯ অপরাহ্ন
মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় ২ দিনের অব্যাহত অতিবৃষ্টির কারনে পৌর শহরসহ ১১টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়। সাথে রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। ফলে ব্যবসা-বাণিজ্যসহ সাধারণ জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। সবকিছু স্থবির হয়ে আছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকাল থেকে বৃহস্পতিবার (২৯ জুলাই) এ রিপোর্ট লেখার সময়ও চলছে ভারী বৃষ্টি।
সরেজমিন ঘুরে এসে দেখা যায়, পুরো উপজেলার নিম্নাঞ্চলে ৪/৫ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এতে সাড়ে তিন শতাধিক মাছের ঘের ও পুকুরের মাছ পানিতে ভেসে যায়। অস্বাভাবিক পানি বৃদ্ধিতে লক্ষাধিক মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। বিশেষ করে রাস্তা-ঘাট, বসত বাড়ি পানিতে ডুবে থাকায় রান্না-বান্না করতে না পারায় অনাহারে ও অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছে বহু মানুষ।
এ দিকে ভারী বর্ষণের অতিরিক্ত পানিতে পৌর শহরের দক্ষিণ বন্দর, থানাপাড়া, মিরুখালী রোড ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হলে দশ হাজার পৌরবাসী ভোগান্তির মধ্যে পড়েন।
উপজেলা প্রকল্প কর্মকর্তা মিলন তালুকদার জানান, বলেশ্বর নদী তীরবর্তী মাঝেরচর, খেতাচিরা, উলুবাড়িয়া, ভোলমারা, খেজুরবাড়িয়া, পশ্চিম মিঠাখালী, মিরুখালী, রাজারহাট বেড়িবাঁধ উপচে পানি লোকালয়ে ঢুকে পড়ায় পানি বন্দি হয়ে পড়েছে এলাকাবাসী।
এছাড়া উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ৪৫ হেক্টর জমির ৪৫টি ঘের ও ৩০৫টি পুকুরের মাছ পানিতে ভেসে গেছে।
উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) বশির আহমেদ মুঠোফোনে বলেন, ১১টি ইউনিয়নের চেয়ারম্যানদের নিজ নিজ এলাকার জনগণ যদি পানি বন্দি থাকে তাদেরকে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে নিয়ে খাবারের ব্যবস্থা করার নির্দেশনা দেয়া হয়েছে।
Leave a Reply