রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি।। ভোলায় পুলিশের সাথে স্থায়ীদের সংর্ঘষে গুলিবিদ্ধ ৬ জন কে বরিশাল শের-ই বাংলা মেডিকেল (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২০ অক্টোবর) দুপুর আড়াই পর্যন্ত তাদের কে হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি দেখিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে অনেকেই আশংকা জনক অবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান শেবাচিম পরিচালক ডাক্তার বাকির হোসেন।
চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বোরহানউদ্দিনের ছোটমানিকা এলাকার মিজানুর রহমান বোরহানউদ্দিনের ছোটমানিকা এলাকার মিজানুর রহমান (৩০), নান্টু (৪০), মাকসুদুর রহমান (১৮), তানভীর (৩০), অলিউল্লাহ (৪০), সিদ্দিকরে (২৮) নাম জানা গেছে। আহত স্বজনরা জানায় , উপজেলার কাচিয়া ইউনিয়নের বিপ্লব নামে এক যুবকের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উপজেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার ওই যুবকসহ আরো একজনকে আটকও করে পুলিশ।
পরে রোববার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা সদরের বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় পুলিশ ও জনতার সাথে সংঘর্ষের সূত্রপাত ঘটে। স্থানীয় জনতা বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করতে চাইলে পুলিশ এতে বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হয়েছেন অন্তত অর্ধশত মানুষ। তাদের কে স্থানীয় ভাবে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Leave a Reply