শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:০০ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদের নেতৃত্বে ক্রেতা ও হুজুরি বেশ ধরে হাতিয়ার জলদস্যু মহিউদ্দিন বাহিনীর দুই সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃত জলদস্যুরা হলেন- নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দিন মাইজছড়া গ্রামের মো. ইসমাইল হোসেন বেচু (২১) ও একই এলাকার মো. নাহিদ হোসেন হৃদয়।
বুধবার (০২ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে ছদ্মবেশে প্রযুক্তি ব্যবহার করে তমরুদ্দিন বাজার থেকে এদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার (০৩ মার্চ) এদের মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে মাছধরার সময় সাতটি ট্রলারে হামলা চালায় জলদস্যুরা। এ সময় তারা একটি ট্রলারসহ সাত জেলেকে অপহরণ করে হাতিয়ার চরচেঙ্গার গহিন বনে নিয়ে যায়। ২৪ ঘণ্টা পর দুই লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে জেলেদের ছেড়ে দেওয়া হয়।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ আহমেদ জানান, ছদ্মবেশে প্রযুক্তি ব্যবহার করে হাতিয়া উপজেলার তমরুদ্দিন এলাকা থেকে দুই জলদস্যুকে আটক করা হয়েছে। জলদস্যুদের মোবাইল থেকে মুক্তিপণের ৩০ হাজার টাকা উদ্ধার প্রক্রিয়াধীন রয়েছে। জলদস্যুদের আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
Leave a Reply