মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০১:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেনকে মৌলভীবাজার জেলার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব হোসনা আফরোজার সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেনকে মৌলভীবাজার জেলার ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জানা যায়, নতুন জেলা প্রশাসক মোঃ ইসরাঈল হোসেন ম্যাজিস্ট্রেট থেকে সচিব, সচিব থেকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা, পরবর্তীতে নির্বাহী কর্মকর্তা হিসেবে মো. ইসরাইল হোসেন বরিশাল সিটি করপোরেশনের দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হলে আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের প্রত্যাহার শুরু হয়। গত ২০ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে মৌলভীবাজারসহ ২৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করে নেওয়া হয়। আজ মৌলভীবাজার জেলাসহ ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।
Leave a Reply