সোমবার, ১২ মে ২০২৫, ০৮:০২ অপরাহ্ন
এইচ.এম হেলাল ॥ বরিশাল নগরীতে জমি দখল সংক্রান্ত একটি ঘটনায় মহানগর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। রোববার বিকেল সাড়ে ৫টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন খান, মাহফুজুর রহমান খান এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জসিম উদ্দিন খান। তিনি বলেন, “গত ৯ মে নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের মহানগর কলেজ সংলগ্ন একটি বিরোধপূর্ণ জমি নিয়ে দখল ও বালু ভরাটের অভিযোগে গণমাধ্যমে আমাদের নাম জড়ানো হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা এই জমির বিষয়ে কিছুই জানি না, এমনকি আমরা ঘটনাস্থলের কাছাকাছিও ছিলাম না।”
তিনি আরও দাবি করেন, “যদি কেউ প্রমাণ করতে পারেন যে, আমরা সেখানে উপস্থিত ছিলাম, তাহলে আমরা যেকোনো শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি।”
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু বলেন, “যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুনের নাম উঠে আসা জমি দখলের ঘটনায় আমাদের সম্পৃক্ততা নেই। আমাদের রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ণ করতেই এমন উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হয়েছে।”
মাহফুজুর রহমান খান বলেন, “কিছু অনলাইন পোর্টাল ও সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, যা রাজনৈতিক প্রতিপক্ষদের ইন্ধনে ঘটেছে। এই প্রতিবেদনগুলো আবার নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন দলেরই একজন সিনিয়র নেত্রী আফরোজা খানম নাসরিন।”
নেতারা অভিযোগ করেন, বরিশাল মহানগর বিএনপির আসন্ন কমিটি গঠনকে কেন্দ্র করে প্রতিপক্ষরা অভ্যন্তরীণভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। জসিম উদ্দিন খান বলেন, “আমাদের বিরুদ্ধে মিথ্যাচারের পেছনে দলের ভেতরকার একটি চক্র জড়িত। এমনকি যারা ষড়যন্ত্রে লিপ্ত তাদের একসঙ্গে খাওয়ার ছবিও আমাদের কাছে রয়েছে।”
তারা আরও বলেন, এমন অমূলক অভিযোগ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। বিষয়টি নিয়ে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য তুলে ধরার আহ্বান জানান নেতারা।
Leave a Reply