রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জে মহানবী হযরত মুহাম্মাদ (সা.) কে নিয়ে ফেসবুকে (কটুক্তি) বেফাঁস মন্তব্য করায় রেজাউল করিম আকন্দ নামক এক যুবককে ধোলাই দিয়ে পুলিশে দিয়েছে গ্রামবাসি। বুধবার রাতে স্থানীয় জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
এঘটনায় স্থানীয় বাসিন্দা মো. মিরাজ হোসেন বাবুগঞ্জ থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, মহানবী (সাঃ) কে উদ্দেশ্যে করে অশালীন এবং মানহানিকর লেখা ও ছবি পোস্ট করেন রেজাউল করিম আকন্দ নামক এক যুবক।
আটক রেজাউল করিম আকন্দ গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী গ্রামের জলিল আকন্দ’র ছেলে।
জানাযায়, বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের রহিমগঞ্জ এলাকায় বসবাস করেন এবং রহিমগঞ্জ বাজারে তার ‘ফ্যামিলি ওয়ার্ল্ড ফার্মেসী’ নামক একটি ওষুধের দোকান রয়েছে। বুধবার সকাল ৮টার দিকে রেজাউল করিম আকন্দ তার নিজ ফেসবুক আইডি থেকে মহানবী (সাঃ) কে উদ্দেশ্যে করে অশালীন এবং মানহানিকর লেখা ও ছবি পোস্ট করেন। বিষয়টি জানাজানি হলে আটককৃত ব্যক্তিকে বুধবার রাতে স্থানীয় জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
স্থানীয়রা ওই পোস্টটি দেখে রাতেই রেজাউলকে তার ব্যবসা প্রতিষ্ঠানে অবরুদ্ধ করে মারধর করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ধর্মপ্রান মুসলিমরা বেফাঁস মন্তব্য কারিকে ফাঁসী কার্যকরের দাবি জানায়।
Leave a Reply