সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া (বরিশাল) থেকে॥ বানারীপাড়া-বরিশাল সড়কের রায়েরহাটে জাইকার ব্রিজ নির্মাণ শেষ না হতেই সড়ক ও জনপথের (সওজ) সম্পত্তি দখল করে ঘর নির্মাণের প্রতিযোগিতা শুরু হয়েছে । পৌরসভা ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান এবং ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আ. খালেক খলিফার ছেলে শহিদ খলিফা ইতোমধ্যে রায়েরহাট ব্রিজের এপ্রোচ সড়কের পাশের সওজ’র ওই সম্পত্তি দখল করে দোকান ঘর নির্মাণ করেছেন।
জানা গেছে তাদের পদাঙ্ক অনুসরণ করে আরও কয়েকজন ভূমিদস্যু ঘর নির্মাণের প্রস্তুত্তি নিচ্ছেন। রায়েরহাট-কুড়িয়ানা সড়কের ভাড়ায়চালিত ইজিবাইক ও মটরসাইকেল চালকরা জানান কাউন্সিলর আনিসুর রহমান প্রতিমাসে ইজিবাইক প্রতি ২০০ ও মটরসাইকেল প্রতি ১৮০ টাকা হারে চাঁদা নেয়। ওই চাঁদার টাকায় সওজের সম্পত্তি দখল করে ঘরটি নির্মাণ করা হয়েছে বলে তারা জানান।
Leave a Reply