বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:১০ অপরাহ্ন
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় পলাতক দু’জন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৬ জানুয়ারি) রাত ৯ টার সময় বানারীপাড়া থানার উপ-সহকারি পুলিশ পরিদর্শক মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে ৩ টি মামলার পলাতক আসামী ১ বছরের সাজা প্রাপ্ত রাহাজুল ইসলাম টিটুকে রাত পৌর শহরের ৪নং ওয়ার্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে ওই ওয়ার্ডের মৃত আনোয়ার বেপারীর ছেলে। তার বিরুদ্ধে বানারীপাড়া থানায় ২০১৮ ও ১৯ সালে হওয়া ৩টি জিআর মামলা রয়েছে। সে ওই মামলা গুলোতে ১ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী ছিলো।
এছাড়াও একই দিন রাত ১০টার সময় অন্য পলাতক আসামী জলিল সিকদারকে সলিয়াবাকপুর ইউনিয়নের পূর্ব সলিয়াবাকপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের মৃত এলেম উদ্দিন সিকদারের ছেলে। সেও বানারীপাড়া থানায় ২০১৯ সালে হওয়া একটি জিআর মামলার পলাতক আসামী ছিলো। সোমবার সকাল ১০টায় গ্রেপ্তার কৃত পলাতক আসামীদের বরিশাল কোর্টে পাঠানো হয়েছে।
Leave a Reply