রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বানারীপাড়া উপজেলার চাখারে ডিমওয়ালা মা ইলিশ নিধন বন্ধে উপজেলা মৎস দপ্তরের অভিযানের ট্রলারে জেলেদের ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বানারীপাড়া উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী বিনয় ভূষন মল্লিক জানান মঙ্গলবার দুপুরে সন্ধ্যা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চাখারের পূর্ব জিরাকাঠি জেলে পল্লী এলাকা অতিক্রমকালে নদীর তীর থেকে তাদের অভিযানের ট্রলারের ওপর অতর্কিতভাবে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তবে সৌভাগ্যবশত এতে কেউ আহত হননি।
খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুঁটে যান। এসময় ঘটনাস্থল চাখার ইউনিয়নের পূর্ব জিরাকাঠি জেলে পল্লীতে অভিযুক্ত জেলেদের আটক করতে অভিযান চালানো হয়। কিন্তু হামলাকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায়। আচরন সন্দেহজনক হওয়ায় মাসুম নামের একজনকে আটক ও এক জেলের রান্না ঘর থেকে কিছু পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
এসময় সংসদ সদস্যের সঙ্গে অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ,বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,ওসি(তদন্ত)জাফর আহম্মেদ,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদার,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি আ. মালেক হাওলাদার,আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সম্পাদক সুজন মোল্লা,সাংবাদিক ফয়েজ আহমেদ,উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনির বিশ্বাস প্রমুখ। সংসদ সদস্য মো. শাহে আলম এসময় হামলাকারীদের আইনের আওতায় আনতে প্রশাসনকে নির্দেশ দেন।
Leave a Reply