সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশালের বানারীপাড়ায় উপজেলা যুব ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়েছে। সোমবার ১০ এপ্রিল বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার দাস ও সাধারণ সম্পাদক কমল দাস শুভ স্বাক্ষরিত সংগঠনের রেজুলেশনপত্রে অসিম সরকারকে সভাপতি ও রিপন বনিককে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি বিমল কৃষ্ণ ঘরামী, স্বপন সাহা, র্পূর্ণিমা ঘোষ দস্তিদার, ডা. সত্যজিৎ রায়, কিশোর কুমার বড়াল, বাসুদেব বাড়ৈ, সহ-সাধারণ সম্পাদক সুমন কান্তি সিকদার, কিশোর সাহা, সন্দীপ হালদার, সাংগঠনিক সম্পাদক মিঠুন রায়, কোষাধ্যক্ষ শিমুল সাহা, প্রচার সম্পাদক সুবল দাস, দপ্তর সম্পাদক অভিজিৎ বনিক অভি, মহিলা বিষয়ক সম্পাদক সাথী খাসকেল, আইন বিষয়েক সম্পাদক পান্না দত্ত প্রমূখ।
উল্লেখ্য যুব ঐক্য পরিষদ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের একটি অংগ সংগঠন। অসিম সরকার সভাপতি ও রিপন বনিক সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বানারীপাড়া প্রেসক্লাব সহ জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বানারীপাড়া উপজেলা ও পৌর পুজা উদযাপন পরিষদ, উপজেলা ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দও তাদেরকে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন।
Leave a Reply