রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া (বরিশাল) থেকে: বরিশালের বানারীপাড়ায় জাতীয় শ্রমিকলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান পাল্টাপাল্টিভাবে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করার মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। শনিবার সকাল ৭টায় উপজেলা শ্রমিলীগের সভাপতি মো. শাজাহান হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. সুলতান হোসেন মীর সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মো. বাদশা মিয়া,পৌর শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মো. হারুন অর রশিদ কোষাধ্যক্ষ মো. সালেক মীর,লঞ্চ টার্মিনাল ঘাট শ্রমিকলীগের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের শ্রমিলীগের নেতা কর্মী। পরে দলীয় কার্যালয়ের সামনের সড়কে শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলেক্ষে বিভিন্ন শ্লোগান দিয়ে দেশবাসিকে শুভেচ্ছা জানানো হয়।
অপরদিকে সকাল ১০টায় বানারীপাড়া পৌর শাখা শ্রমিকলীগের পক্ষথেকে আলাদাভাবে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিদের বক্তব্যে বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক পৌর মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল বলেন,শ্রমিকরাই হলো আমাদের দেশের অন্যতম চালিকা শক্তি। তাদের প্রতি বিশেষ নজর রেখে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে সকলকে এক হয়ে শ্রমিকলীগের আদর্শ ও নীতিকে বাস্তবায়িত করতে হবে। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও কথা বলেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মাহামুদ হোসেন মাখন,উপেজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা,পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সম্পাদক শেখ শহিদুল ইসলাম ও উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা ওয়াহেদুজ্জান দুলাল। পৌর শাখা শ্রমিকলীগের সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি সোহরাফ মোল্লা,যুগ্ম-সম্পাদক মো, ফিরোজ হোসেন,পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন প্রমূখ। এদিকে উপজেলা ও পৌর শাখা শ্রমিকলীগের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের ভিতরে কোন্দল থাকার কারনে উভয় অনুষ্ঠানেই সাধারণ নেতা কর্মীদের উপস্থিতি ছিলো আগের যে কোন অনুষ্ঠানের চেয়ে অনেকটা কম। তাই সংগঠনটির প্রতি হতাশা ব্যক্ত করেছেন অনুষ্ঠানে উপস্থিত থাকা শ্রমিকলীগের সাধারণ নেতাকর্মীরা।
Leave a Reply